Cyclone Asani News: আসছে ঘূর্ণিঝড় অসনি| মোকাবিলায় প্রস্তুত আছেন তো?
দক্ষিণ আন্দামান সাগরে বঙ্গোপসাগর সংলগ্ন অংশে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। এর জেরে ঘূর্ণিঝড়ের (Cyclone) আশঙ্কা করছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আগে থেকেই এই ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা রয়েছে- অশনি (Asani)। শনিবার সেই অশনির জন্য সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)। রবিবার বিকেলের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর তা উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়বে বলে জানানো হয়েছে।
আইএমডির ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, 'ঘূর্ণিঝড় আদৌ ভূমি ছোঁবে কি না, তা এখনই বলা সম্ভব নয়। ভূমি স্পর্শের সময় বাতাসের গতিবেগ কত হবে, সে সম্পর্কেও কিছু জানাচ্ছি না।' তিনি বলেন, ৭ মে নিম্নচাপ তৈরি হওয়ার পরেই এই নিয়ে সব তথ্য জানানো সম্ভব হবে। ৯ মের পর সমুদ্র উত্তাল হতে পারে। তাই মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করা হয়েছে।
কেমন থাকবে আবহাওয়া (Weather Condition)
আন্দামান ও নিকোবরে ৬ ও ৭ মে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। ওড়িশার বিক্ষিপ্ত জায়গায় ১০ মে বৃষ্টি হতে পারে। এর পরেই ওড়িশা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। তবে অশনি বিশেষ শক্তিশালী হবে না বলেই মত আবহাওয়া বিশারদদের।
0 মন্তব্যসমূহ