Senior Citizen: পশ্চিমবঙ্গে প্রবীণ নাগরিক শংসাপত্র পাবেন কীভাবে?

What-is-the-process-of-registration-of-senior-citizens-of-West-Bengal?

Senior Citizen: পশ্চিমবঙ্গে প্রবীণ নাগরিক শংসাপত্র পাবেন কীভাবে?

প্রবীণ নাগরিক হয়েও ট্রেনে-বাসে প্রাপ্য স্থানে জায়গা পান না অনেকে। জায়গা ছেড়ে দেওয়ার ভয়ে দার্শনিকের ভাব করে মুখ ফিরিয়ে থাকেন অনেকেই। এরপরেও জায়গা ছাড়তে বললে নানা অকথা-কুকথা শুনতে হয় প্রবীণ নাগরিকদের। ট্রেনে-বাসে চড়তে গিয়ে অনেকেরই এই অভিজ্ঞতা হয়েছে। প্রবীণ নাগরিকদের মনে রাখা উচিত, তাঁদের জন্য নির্ধারিত স্থানে বসার অধিকার তাঁর আছে। আইন দ্বারা স্বীকৃত এই অধিকার। তবে নিজেকে প্রবীণ নাগরিক প্রমাণ করার জন্য লাগে নথি। শুধু বাসে ট্রেনে বসার জায়গা পাওয়ার জন্যই নয় প্রবীণ নাগিরকদের শংসাপত্র থাকলে পাবেন নানা সুবিধা। 

পশ্চিমবঙ্গে কীভাবে বয়স্ক শংসাপত্র পাবেন? (How to Get Senior certificate in West Bengal?)

১. আবেদনকারীকে স্থানীয় থানার সঙ্গ যোগাযোগ করতে হবে।

২. সেখানে প্রবীণ নাগরিকের আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্র পূর্ণ করে তা প্রয়োজনীয় নথি সহ জমা দিতে হবে।

৩. নথি হিসেবে লাগবে—

  •      জন্মের শংসাপত্র
  •      স্ট্যাম্প সাইজ ছবি
  •      আধার কার্ড (পরিচয়পত্রের প্রমাণ হিসেবে)
  •      মোবাইল নাম্বার

৪. আবেদনপত্র পূর্ণ করে প্রয়োজনীয় নথি সহ জমা দিন

৫. এবার নির্ধারিত জমা দিন।

এই সমস্ত আবেদনের প্রক্রিয়া শেষ হওয়ার পরে তা যাচাইয়ের জন্য কিছুটা সময় লাগে। 

এরপর স্থানীয় আবেদনকারীর বাড়িতে থানা থেকে কোনও প্রতিনিধি যাবেন। তিনি যদি আবেদনপত্র এবং বাড়ির ঠিকানা সহ সমস্ত বিষয়ে সন্তুষ্ট হন, তখন শংসাপত্রের প্রক্রিয়া শুরু হবে। 

পুলিশের পক্ষ থেকে নথির বিস্তারিত পোর্টালে আপলোড করা হবে। 

সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রবীণ নাগরিক হিসেবে নিকটবর্তী থানায় নথিভুক্ত হবে আবেদনকারীর নাম। এই মর্মে থানা থেকে একটি এসএমস বা কল পাবেন তিনি। মিলবে একটি শংসাপত্র পাবেন। 

থানার পক্ষ থেকে প্রবীণ নাগরিকের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে যোগাযোগ রাখবেন কোনও কনস্টেবল। 

যোগ্যতা (Eligibility)

  • আবেদনকারীকে অবশ্যই ৬০ বছর বা তার বেশি বয়স হতে হবে। 
  • তাঁকে ভারতের নাগরিক হতে হবে। 

শংসাপত্ররে মেয়াদ (Validity Of Certificate)

কোনও নির্দিষ্ট ঠিকানায় যতদিন কেউ অবস্থানন করবেন, ততদিন এই শংসাপতরে মেয়াদ। ঠিকানা বদল করলে আবার নতুন করে আবেদন করতে হবে। 

আবেদনপত্রে কী থাকে?

  • নাম
  • লিঙ্গ
  • জন্ম তারিখ
  • রক্তের গ্রুপ
  • একাই থাকেন কি না
  • মেডিক্যালের বিস্তারিত
  • স্বামী/ স্ত্রী— নাম, জন্ম তারিখ, তাঁর রক্তের গ্রুপ
  • বর্তমান ঠিকানা
  • পরিবারের বিস্তারিত (সন্তান বা অন্য সদস্য)
  • সেই সদস্যদের বিস্তারিত তথ্য
  • জরুরি ভিত্তিতে কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্য
  • ফোন নাম্বার 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ