Sidhu: পাতিয়ালা জেলে কেরানিগিরি করবেন সিধু| দৈনিক মজুরি ৯০ টাকা

Sidhu-to-work-as-clerk-Rs-90-daily-wage

Sidhu: পাতিয়ালা জেলে কেরানিগিরি করবেন সিধু| দৈনিক মজুরি ৯০ টাকা

প্রায় তিন দশকের পুরনো মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু (Sidhu)। তাঁকে একবছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ঠাঁই হয়েছে পাতিয়ালা জেলে। কি কাজ করবেন, প্রাক্তন পাঞ্জব কংগ্রেস সভাপতি, সে দিকে নজর ছিল সবার। অবশেষে পাতিয়ালা জেল কর্তৃপক্ষ জানাল, জেলে কেরানির কাজ করবেন (Work As Clerk)। তাঁর দৈনিক মজুরি (daily wage) হবে ৯০ টাকা। ভরা আইপিএলের মরশুমে যেখানে ধারাভাষ্যকারের কাজ করে কোটি কোটি টাকা উপার্জন করছেন, তাঁর অনেল প্রাক্তন সতীর্থ, সেখানে এই উপার্জনেই সন্তুষ্ট থাকতে হবে প্রাক্তন এই ব্যাটারকে।

সিধু এখন ৭ নম্বর ব্যারাকের কয়েদি নং ২৪১৩৮৩। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, কেরানির কাজের জন্য তাঁকে বাইরে বেরতে হবে না। নিরাপত্তার কারণে, আপাতত তিনি জেলের ভিতর থেকেই কাজ করবেন। তবে প্রথম তিনমাস রাহা খাওয়া ছাড়া খোরাকি বাবদ তাঁর আর কিছু মিলবে না। কারণ এই সময় তিনি কাজের প্রশিক্ষণ নেবেন। জেলের নিয়ম অনুসারে প্রশিক্ষণের পর কয়েদিরা অদক্ষ, অর্ধ দক্ষ এবং দক্ষ তকমা পায়। সেই অনুযায়ী দৈনিক মজুরি হিসেবে ৩০ থেকে ৯০ টাকা বরাদ্দ হবে। তবে সেই টাকা হাতে পাবেন না। তা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তাঁকে দৈনিক আটঘণ্টা কাজ করতে হবে। জেলসূত্রে জানানো হয়েছে, কীভাবে দীর্ঘ আদালতের রায় সংক্ষেপে লিখতে হয়, জেলের তথ্য কীভাবে রাখতে হয়, তা সিধুকে শেখানো হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ