Monsoon In India: কেরলে মৌসুমি বায়ুর প্রবেশ| বর্ষা শুরু হল বলে

Monsoon-arrives-in-kerala-india-to-get-rain-soon

Monsoon In India: .কেরলে মৌসুমি বায়ুর প্রবেশ| বর্ষা শুরু হল বলে

ভারতে (India) বর্ষা শুরু হওয়া (To get rain) শুধু সময়ের অপেক্ষা। রবিবার থেকে কেরলে (Kerala) বৃষ্টি শুরু হয়েছে। ১ জুন কেরলে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ুর (Monsoon) প্রভাবে বৃষ্টি শুরু হবে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। নির্ধারিত সময়ের তিনদিন আগেই কেরলে বর্ষা শুরু হল। ভারতে বর্ষা শুরু হয় কেরল থেকেই। নির্ধারিত সময়ের আগেই কেরলে বর্ষা শুরু হওয়ার প্রভাব দেশের অন্যত্রও পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। 

ভারতের কৃষি মূলত আবহাওয়া নির্ভর। তাই ভাল বর্ষার দিকে চাতক পাখির মত চেয়ে থাকেন কৃষক থেকে প্রশাসনের কর্তাব্যক্তিরা। সেই দিক দিয়ে কৃষি নির্ভর ভারতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি এই দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু। ভারতীয় আবহাওয় দপ্তরের (IMD) ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র এদিন বলেন, ‘রবিবার ২৯ মে কেরল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। ১ জুনের নির্ধারিত সময়ের আগেই এই বায়ু প্রবেশ করেছে।’ 

বর্ষার দিকে তাকিয়ে সাধারণ মানুষও। কবে হাঁসফাঁস গরম থেকে মুক্তি মিলবে, তার দিকে তাকিয়ে সকলে। সেই দিক দিয়ে আবহাওয়া দপ্তরের আশ্বাসে বিরাট স্বস্তি সাধারণ মানুষের মধ্যে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ