Arjun Singh: বেসুরো অর্জুনকে দিল্লিতে ডাক প্রধানমন্ত্রীর দপ্তরের
হঠাৎই বেসুরো হয়েছিলেন বারাকপুরের বিজেপি সাংসদ (Bjp MP) অর্জুন (Arjun Singh)। পাট শ্রমিকদের নিয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছিলেন। আর এর কয়েকদিনের মধ্যে দিল্লি থেকে ডাক এল। সূত্রের খবর, খোদ প্রধানমন্ত্রীর দপ্তর (PMO) থেকে তাঁকে ডেকে পাঠানো হয়। এরপরই শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ বিমান ধরে দিল্লির উদ্দেশে রওনা দেন অর্জুন। রাতেই কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী (Minister Of Texitile) পীযূষ গোয়েলের (Piyush Goyel) সঙ্গে তাঁর বৈঠকের কথা।
আসলে পীযুষকে নিশানা করেই তোপ দেগেছিলেন তিনি। রাজ্যের পাট শ্রমিকদের দুরবস্থার বিহিত চেয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লেখেন। এই নিয়ে তিনি আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন। তাঁর মতে, কেন্দ্রীয় সরকার কাঁচা পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ায় এই শিল্পের সঙ্গে বহু মানুষ সংকটে পড়েছেন। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, বাবুল সুপ্রিয় বিজেপি ছাড়ার পর বিজেপি নেতাদের টনক নড়েছে। অনেকেই বলছেন, ব্যক্তি অর্জুনের রাজনৈতিক প্রভাব বাবুলের থেকে বেশি। বাবুল জিতেছেন বিজেপির প্রতীকে। আর অর্জুন ব্যারাকপুর শিল্পাঞ্চলে অবিসম্বাদিত নেতা। তার উপর হিন্দিভাষী। তাই তির বেরনোর আগেই অর্জুন ক্ষোভ প্রশমন করতে চাইল বিজেপি শীর্ষনেতৃত্ব।
0 মন্তব্যসমূহ