West Bengal Weather: ধেয়ে আসছে বৃষ্টি| ছাতা নিয়ে বার হবেন কি না, জানুন
ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ধেয়ে রাজ্যের চার জেলায় বজ্র বিদ্যৎ সহ বৃষ্টি ঝেঁপে আসতে চলেছে বলে জানাল হাওয়া অফিস। জেলাগুলি হল দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং নদিয়া। হাওয়া অফিসের মতে, ভোর রাত থেকেই বৃষ্টি নামবে এই দুই জেলায়। দক্ষিণবঙ্গের এই দুই জেলার পাশাপাশি উত্তরবঙ্গের দুই জেলাতেও ঝড়-বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। জেলাগুলি হল- কোচবিহার ও আলিপুরদুয়ার। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই দুই জেলায় কালবৈশাখী হতে পারে।
এই ঝড়-বৃষ্টির জেরে তীব্র গরম থেকে মুক্তি পাবেন রাজ্যবাসী। বৃহস্পতিবার সকাল থেকেই ভ্যাপসা গরমে অস্বস্তি বেড়েছে মানুষের। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও মেঘলা ছিল। তাই গরমে হাঁসফাঁস অবস্থায় কাহিল সাধারণ মানুষ।
0 মন্তব্যসমূহ