Scooter Battery Blasts Once Again: আবার স্কুটারের ব্যাটারি বিস্ফোরণ| মৃত ১
জানা গিয়েছে, সত্তর হাজার টাকায় ২২ এপ্রিল স্কুটারটি কিনেছিলেন ওই ব্যক্তি। ২৩ এপ্রিল বাড়িতে চার্জ দেওয়ার সময় ভোর সাড়ে তিনটে নাগাদ সেটিতি বিস্ফোরণ হয়। পুলিস জানিয়েছে, গত তিন-চার বছর ধরে ওই পরিবার ই-ভেহিক্যাল (EV) ব্যবহার করছে। বুম মোটর এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। উল্লেখযোগ্য ব্যাপার হল, স্কুটার নির্মাতা সংস্থাটি কেন্দ্রীয় সরকারের প্রোডাকশন লিঙ্কড ইনিশিয়েটিভ স্কিমের অন্তর্ভুক্ত (production linked incentive-PLI scheme)।
ই-স্কুটার ফেরানোর সিদ্ধান্ত ওলার (Ola)
এদিকে দেশে একের পর এক স্কুটারের ব্যাটারিতে বিস্ফোরণের ঘটনায় ১ হাজার ৪০০-র বেশি স্কুটার ফেরানোর সিদ্ধান্ত নিল ওলা। ২৬ মার্চ ওলার স্কুটারে বিস্ফোরণ হয়। ওলা জানিয়েছে, সেই নিয়ে তদন্ত চলছে।
0 মন্তব্যসমূহ