Prashant Kishore : প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিচ্ছেন?

Prashant Kishore


ধরব ধরব করেও কংগ্রেসের হাত ধরা হচ্ছে না ভোট কৌশলী (vote strategists) প্রশান্ত কিশোরের (Prashant Kishore)। তবে সম্ভাবনাটাও মিলিয়ে যাচ্ছে না। শনিবার আবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং কে সি বেণুগোপালের সঙ্গে দেখা করেন প্রশান্ত। রাজনৈতিক মহলের মতে, পরপর কয়েকটি নির্বাচনে হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কংগ্রেসের। তাই প্রশান্তের কৌশল কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে কংগ্রেস। প্রশান্তও কোনও দলের মধ্যে থেকে কাজ করতে চাইছেন। তাই জল্পনায় দু'য়ে দু'য়ে চার হতে সময় লাগছে না। অতীতে নীতীশ কুমারের জেডিইউ, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমৃল কংগ্রেসে যোগ দিয়েছিলেম প্রশান্ত। তবে অভিজ্ঞতা সুখকর হয়নি। সূত্রের খবর, কোনও জাতীয় দলে নাম লেখাতে চাইছেন প্রশান্ত। তাই বারবার কংগ্রেসের সঙ্গে আলোচনা। 

তবে অন্য সূত্র জানাচ্ছে ২০২৪ লোকসভা নির্বাচনের ঘুটি সাজাতে শুরু করেছে কংগ্রেস। তারই অঙ্গ গুজরাতের বিধানসভা নির্বাচন

 তাই আপাতত প্রশান্তকে সেখানেই কাজে লাগাতে চাইছে হাইকমান্ড।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ