New York City Subway Shootings: নিউ ইয়র্কের সাবওয়ে হামলা| বন্দুকবাজ কোথায়?
নিউ ইয়র্কের সাবওয়েতে হামলার পর চব্বিশ ঘণ্টা কাটতে চলল। এরমধ্যে বন্দুকবাজের কোনও খোঁজ নেই। হামলায় ২৩ জন জখম হয়েছেন। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
কি হয়েছিল?
সাবওয়েতে হামলা নিয়ে প্রথম এক মিনিটের একটি ভিডিও সামনে আসে। তাতে দেখা যায়, ব্রুকলিনের ৩৬ নম্বর সাবওয়ে স্টেশনে দাঁড়াল একটি ট্রেন। ৫৫৫১ কামরা থেকে বেরিয়ে আসছেন আতঙ্কিত যাত্রীরা। গোটা কামরা ভরে গিয়েছে সাদা ধোঁয়ায়। মঙ্গলবার ব্রুকলিনের স্থানীয় সময় সকাল ৮টা ২৭। প্লাটফর্মে নামা অনেকেই গুলিবিদ্ধ, রক্তাক্ত। এরপর বেরিয়ে এল এক রোমহর্ষক ঘটনার কথা। বন্দুকবাজের হামলার কথা। ২৩ জনের রক্তাক্ত হওয়ার কথা।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর, বন্দুকবাজ নির্মাণকর্মীদের কমলা পোশাক পরে ছিল। ৫ ফুট ৫ ইঞ্চ লম্বা। কৃষ্ণাঙ্গ। ২৫ স্টেশন ছাড়ার পরই কামরায় সে স্মোক বম্ব ছুড়ে দেয়। চারিদিক ধোঁয়ায় ভরে যায়। কিছু বোঝার আগেই সে গুলি চালাতে থাকে। ৩৬ স্ট্রিট স্টেশনে জখমদের উদ্ধার করা হয়। এরমধ্যে কখন বন্দুকবাজ সরে পড়ে। তার মুখ মাস্কে ঢাকা থাকায়, শণাক্ত করতে অসুবিধা হচ্ছে বলে পুলিস জানিয়েছে।
0 মন্তব্যসমূহ