Forced to Buy Painting for 'Sonia's Treatment': সোনিয়ার চিকিৎসার জন্য ছবি কিনতে বাধ্য করা হয়েছিল ইয়েস ব্যাঙ্ক কর্তাকে

Forced to Buy Painting for 'Sonia's Treatment': সোনিয়ার চিকিৎসার জন্য ছবি কিনতে বাধ্য করা হয়েছিল ইয়েস ব্যাঙ্ক কর্তাকে

Forced to Buy Painting for Sonia's Treatment


প্রয়াত চিত্রকর মকবুল ফিদা হুসেনের আঁকা ছবি (Paintings) তাঁকে কিনতে বাধ্য করা হয়েছিল বলে বিস্ফোরক অভিযোগ করলেন ইয়েস ব্যাঙ্কের (Yes Bank) সহ প্রতিষ্ঠাতা রানা কাপুর। প্রায় দু’কোটি টাকায় তিনি প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) থেকে সেই ছবি কিনেছিলেন। আর সেই টাকা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আমেরিকার চিকিৎসার জন্য ব্যয় করা হয়েছিল। ইয়েস ব্যাঙ্কের অর্থ তছরুপ মামলা নিয়ে বিশেষ আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। সেখানেই রানা কাপুরের (Rana Kapoor) এই বয়ান তুলে ধরা হয়েছে। 

রানা জানিয়েছেন, তৎকালীন পেট্রলিয়াম মন্ত্রী মুরলী দেওরা তাঁকে জানিয়েছিলেন, এই ছবি না কিনলে গান্ধীদের সঙ্গে তাঁর সুসম্পর্ক তৈরি হবে না। শুধু তাই নয়, তিনি পদ্মভূষণের মতো খেতাব থেকে বঞ্চিত হবেন। রানা জানিয়েছেন, ২ কোটি টাকার চেক তিনি দিয়েছিলেন। মুরলী দেওরার ছেলে মিলিন্দ দেওরা তাঁকে পরে জানিয়েছিলেন, এই টাকায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নিউ ইয়র্কে চিকিৎসার কাজে ব্যয় করা হয়েছে। রানা আরও দাবি করেছেন, সোনিয়ারর চিকিৎসার কথাটা তাঁকে বলেছিলেন আহমেদ প্যাটেলও। সোনিয়া গান্ধীর বিশ্বস্ত সঙ্গী আহমেদ, সঠিক সময়ে এই টাকা পেয়ে সোনিয়ার চিকিৎসা হয়েছে। রানার কথায়, ‘সোনিয়ার পরিবারকে আমি নাকি সহায়তা করেছি। তাই আহমেদ আমাকে আশ্বাস দেন, পদ্মভূষণ পুরস্কারের জন্য আমাকে মনোনীত করা হবে।’ 

অর্থতছরুপের অবিযোগে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন রানা। তাঁকে ২০২০ সালের মার্চে গ্রেপ্তার করা হয়েছে। ইডিকে রানা জানিয়েছেন, সেই ছবি কেনার ব্যাপারে তিনি প্রস্তুত ছিলেন না। তিনি যাতে ওই ছবি কেনেন তার তদ্বির করেছিলেন মিলিন্দ দেওরা। তিনি বেশ কয়েকবার রানার সঙ্গে দেখা করেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ