প্রতিদিনই নিয়ম করে বাড়ছে পেট্রল (Petrol) ও ডিজেল (Diesel)। প্রথম প্রথম রাত দশটার সময় উদ্বেগে থাকত দেশবাসী। আজ কত বাড়ল? নিত্য দাম বৃদ্ধিতে এখন যেন কিছুটা হলেও দামবৃদ্ধি কিছুটা হলেও গা সওয়া হয়ে গিয়েছে। তবু পকেট খসছে। সবকিছুর দাম বাড়ার আশঙ্কা থাকছেই।
যুদ্ধের কারণে দাম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। তাই সারা পৃথিবীতেই পেট্রলের দাম বেড়েছে। ভারতে প্রতিদিন বাড়ছে কারণ, উত্তরপ্রদেশ, পাঞ্জব সহ পাঁচ রাজ্যে ভোটের কারণে ১৩৭ দিন পেট্রলের দাম বাড়ানো হয়নি। অথচ নভেম্বরের পর থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ব্যারেল পিছু দাম ২৮.৪ ডলার বেড়েছে। এখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০৮.৯০ ডলার। চালু নিয়ম হল, ব্যারেলে এক ডলার দাম বাড়লে ৫২ থেকে ৬০ পয়সা দাম বাড়া নিয়ম। সেই হিসেবে প্রায় ১৪ টাকা দাম বাড়ার কথা। সব সময় যে এই হারে দাম বাড়ে, এমন নয়। ভোটের জন্য দাম না বাড়ার কথা আগেই বলা হয়েছে। এছাড়া সরকার অন্তঃশুল্ক কমিয়ে দেশবাসীকে সুরাহা দিতে পারে। চার মাস আগেই এই শুল্ক প্রায় ৫ টাকা কমিয়েছিল মোদি সরকার (Modi Government)। এছাড়াও অনেক রাজ্য সরকারও শুল্ক কমানোর পথে হেঁটেছে। তাই অর্থনীতিবিদদের হিসেব আরও ৭-৮ টাকা দাম বাড়তে পারে।
0 মন্তব্যসমূহ