Srilanka Hiked Seven Percent Interest Rate: রাতারাতি সাত শতাংশ সুদ বাড়াল এই দেশ
নজিরবিহীন আর্থিক সঙ্কটে পড়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। রয়েছে রাজনৈতিক অস্থিরতা। এই অবস্থায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাপক সুদের হার বাড়াল শ্রীলঙ্কা। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অব শ্রীলঙ্কা ৭ শতাংশ সুদ বাড়িয়েছে। এর ফলে স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট (SDFR) বেড়ে দাঁড়াবে ১৩.৫ শতাংশ। আর স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি রেট (SLFR) বেড়ে হবে ১৪.৫ শতাংশ। ৮ এপ্রিল থেকে এই সুদের হার কার্যকর হয়েছে। তবে রাজনৈতিক মহলের মতে, এই সুদ বৃদ্ধির সিদ্ধান্ত যতটা না অর্থনৈতিক, তার থেকে অনেক বেশি রাজনৈতিক। দেশের আর্থিক অবনমনের জন্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে সরব সাধারণ মানুষ। তাঁর পদত্যাগের দাবিতে পথে নেমেছে অনেকে। এখন যা অবস্থা, তাতে ক্ষমতার পরিবর্তন হলেও অর্থনৈতিক পরিস্থিতি বদলানোর নয়। তাই বিরোধীরা বিরোধীরা পরিস্থিতির বদলানোর জন্য উপযুক্ত পদক্ষেপ চাইছেন। বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, উপযুক্ত ব্যবস্থা না নিলে রাজাপক্ষে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে। এর দু'দিনের মধ্যে সুদের হার বাড়ানোর কথা ঘোষণা সামনে এল।
0 মন্তব্যসমূহ