Ram Chandra Dome Will Be First Dalit Politburo Member In CPIM: রামচন্দ্র ডোমকে এবার পলিটব্যুরোয় স্থান
খাতায় কলমে সর্বহারার দল সিপিএম। নানা সময়ে অভিযোগ উঠেছে সমাজের সকল অংশের সার্থক প্রতিনিধি হয়ে উঠতে পারেনি এই দল। ব্রাহ্মণ্যবাদী মানসিকতা রয়েই গিয়েছে। এখনও সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে কোনও মুসলিমকে মানা হয়নি। দলিত নিয়ে আরও করুণ অবস্থা। ১৯৬৪ সালে সিপিআই ভেঙে সিপিএম তৈরির পরেও অবস্থা বদলায়নি। এবার হয়তো সেই অবস্থা বদলাতে চলেছে। ষাট বছেরর ইতিহাসে এই প্রথম দলের নীতি নীর্ধারক পলিটব্যুরোতে জায়গা পেতে চলেছেন দলিত প্রতিনিধি। সূত্রর খবর সাতবারের সাংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোমকে এবার পলিটব্যুরোয় স্থান দিতে চলেছে সিপিএম। কেরলের কান্নুরে বসেছিল দলের ২৩ তম পার্টি কংগ্রেস। সেখানেই এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে।
0 মন্তব্যসমূহ