Petrol-Diesel Price Unchanged For 22 Days:২২ দিন ধরে অপরিবর্তিত পেট্রল-ডিজেল

Petrol-Diesel Price Unchanged For 22 Days:২২ দিন ধরে অপরিবর্তিত পেট্রল-ডিজেল

Petrol-Diesel-Price-Unchanged-For-22-Days


বাড়তে বাড়তে হঠাৎ থমকে যাওয়া। ক্রিজ ছেড়ে বেরবো না, আবার ব্যাট চালাব না। এমনটাই অবস্থা পেট্রল ও ডিজেলের (Petrol-Diesel)। উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ পাঁচ রাজ্যের ভোটের সময় ৪ নভেম্বর থেকে টানা ১৩৭ দিন পেট্রল ও ডিজেলের দাম (Price) অপরিবর্তিত  ( Unchanged) ছিল। ফল ঘোষণার পর ২২ মার্চ থেকে প্রায় নিয়ম করে পেট্রল ও ডিজেলের দাম বাড়তে থাকে। দু'সপ্তাহে ১৪ বার দাম বাড়ে। 

এর ফলে পেট্রল ও ডিজেলের দাম লিটার পিছু ১০ টাকা করে বেড়ে যায়।

কলকাতায় এখন পেট্রলের লিটার পিছু দাম দাঁড়িয়েছে ১১৫ টাকা ১২ পয়সা। অন্যদিকে দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া জ্বালানি ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯.৮৩ টাকা প্রতি লিটার। 

ভোটের মাঝেই শুরু হয় রুশ-ইউক্রেন যুদ্ধ। এর জেরে সারা বিশ্বে জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন দেখা যায়। উৎপাদনও কমে। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ব্যারেল পিছু দাম প্রায় ৩০ ডলার করে বাড়ে। তবে সেই দাম বৃদ্ধির প্রভাব ভারতের বাজারে পড়েনি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ