রাজনীতি সম্ভাব্যতার শিল্প। সেই কবে বলে গিয়েছেন বিসমার্ক। ভারতীয় রাজনীতিতে এই প্রবাদ আরও বেশি বেশি করে খাটে। কে শত্রু, কে মিত্র- প্রায়ই গুলিয়ে যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবরি দেবীর (Ravri Devi) বাড়িতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) ইফতার পার্টিতে যাওয়া ঘিরে এরকমই নানা সম্ভাব্যতার জন্ম দিয়েছে। জল্পনা উস্কে দিয়েছেন লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদব।
পশুখাদ্য মামলায় লালুপ্রসাদযাদবের জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার নীতীশ রাবড়ির বাড়িতে যান। এপ্রসঙ্গে তেজপ্রতাপ জানিয়েছেন, 'রাজনীতি এবং বিশৃঙ্খলা চলছে। আজ তিনি ক্ষমতায় আছেন। কসল হয়তো অন্য কেউ। আমি বাড়ির বাইরে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছিলাম। এখন সেই বোর্ড সরিয়ে সুস্বাগত নীতীশ চাচাজি বোর্ড ঝোলানো হয়েছে। আর তিনি এসেও গিয়েছেন।'
এখানেই থামেননি লালুপ্রসাদযাদবের বড় ছেলে তেজপ্রতাপ। তিনি বলেন, ওই ইফতার পার্টিতে নীতীশ ছাড়াও বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেন, লোকজনশক্তি পার্টির নেতা চিরাগ পাশোয়ানও হাজির ছিলেন।
এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কী বিহারে নতুন কোনও রাজনৈতিক অঙ্কের জন্ম হচ্ছে?
বলাবলি শুরু হয়েছে নীতীশ কি আবার পদ্ম ছেড়ে হ্যারিকেন ধরবেন?
নীতীশ কুমার কি বললেন? (What Nitish Kumar Said?)
নীতীশ অবশ্য সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। বলেছেন, 'ওঁরা আমায় ডেকেছিলেন, তাই গিয়েছিলাম। ইফতার পার্টিতে ডাকলে প্রত্যেক নেতাই যান। এটা নতুন নয়।'
0 মন্তব্যসমূহ