Nirbhya Mother Claimed Mamata Should Go: ধর্যণ নিয়ে সংবেদনহীন মন্তব্য মমতার| মুখ্যমন্ত্রীকে একহাত নির্ভয়ার মায়ের
নদীয়ার হাঁসখালিতে নাবালিকার ধর্ষণ নিয়ে কুৎসিত মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এবার সেই প্রতিক্রিয়াকে আরও একধাপ চড়িয়ে দিলেন নির্ভয়ার মা (Nirbhya Mother) আশাদেবী। কোনো রকম ঢাকঢাক গুড়গুড় নয়, তাঁর স্পষ্ট কথা- মুখ্যমন্ত্রী পদে থাকার যোগ্যতাই নেই মমতার। ২০১২ সালে দিল্লিতে গণধর্ষণের শিকার হয়েছিলেন নির্ভয়া। পরে তাঁর মৃত্যু হয়। আশাদেবী জানেন, ধর্ষণের পরিণাম কত ভয়াবহ। মেয়ের মৃত্যু দিয়ে তিনি তা উপলব্ধি করেছেন। মমতার মন্তব্যকে তিনি 'অসংবেদনশীল' বলে জানিয়েছন। তাঁর কথায়, সাংবিধানিক পদে থেকে কারও এই ধরণের মন্তব্য করা উচিত নয়। তা ছাড়া তিনি নিজে মহিলা হয়ে কীভাবে এই ধরণের মন্তব্য করেন?' প্রশ্ন নির্ভয়ার মা আশাদেবীর। তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রী যদি এই মন্তব্যে স্থির থাকেন, তবে তাঁর এই পদে থাকাও উচিত নয় বলে জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ