Nirav Modi Associate Subhas Parab Arrested: পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির সহযোগী গ্রেপ্তার
সুভাষ পরব| নীরব মোদি |
ব্যাঙ্ক জালিয়াতি মামলায় বড়সড় সাফল্য মিলল। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির (Nirav Modi) সহকারী সুভাষ পরবকে (Subhas Parsb) মিশরের রাজধানী কায়রো থেকে গ্রেপ্তার করল সিবিআই (CBI)। পাঞ্জব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৫০০ কোটি টাকার দেনা না মিটিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন নীরব। সেই নীরবের সংস্থায় কাজ করতেন সুভায।
২০১৮ সালে পিএনবি (Punjab National Bank) দুর্নীতি সামনে আসার পর নীরবের মতোই দেশ ছেড়ে পালিয়েছিলেন সুভাষ। নীরব গিয়েছিলেন লন্ডন। আর সুভায ঘাঁটি গেড়েছিলেন হংকং। ২০১৮ সালের জুলাইতে ফৌজদারি ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ, প্রতারণা সহ নানা অভিযোগে সুভাষের নামে হুলিয়া (Red Corner Notice) জারি করে (Interpol)। সিবিআই জানিয়েছে, হংকংয়ের ৬টি ব্যাঙ্কের লেনদেন দেখতেন সুভায। নীরব মোদিকে ইস্যু করা লেটার অব আন্ডারস্ট্যান্ডিং মারফত ৮ হাজার ২০০ কোটির বেশি টাকা এই ব্যাঙ্কগুলিতে ঢোকে। পিএনবি দুর্নীততে যুক্ত নীরব মোদি এবং তাঁর কাকা মেহুল চোকসিকে (Mehul Choksi) আগেই পলাতক আর্থিক অপরাধী ঘোষণা করেছে ভারত। নীরব এখন ব্রিটেনের জেলে রয়েছেন। আর মেহুল রয়েছেন অ্যান্টিকা ও বার্বুডুয়ায়।
0 মন্তব্যসমূহ