নবরাত্রি উপলক্ষে দিল্লির বিভিন্ন জায়গায় মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ষুক্তি, ধর্মীয় উত্তেজনা ছড়াতে পারে। প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
তাঁর মতে যে কোনও জায়গায় যে কোনও সময় মাংস খাওয়ার অধিকার দেওয়া হয়েছে সংবিধানে। দিল্লি প্রশাসনের সিদ্ধান্ত সেই অধিকারকে লঙ্ঘন করে। দিল্লিতে যাতে বিক্রেতাদের মাংস বিক্রির অনুমতি দেওয়া হয়, তার আর্জি জানিয়েছেন মহুয়া। বুধবার (Wednesday) সাতসকালে এই নিয়ে মহুয়ার টুইট, 'দক্ষিণ দিল্লিতে আমি থাকি। যখনই চাইব আমি মাংস খেতে পারি। সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। ব্যবসয়ীদেরও দোকান খোলার অধিকার রয়েছে। full stop.'
উল্লেখ্য সোমবার দক্ষিণ দিল্লির মেয়র মুকেশ সুর্যান নবরাত্রিতে দোকান বন্ধ রাখার প্রশাসনিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তাঁর মতে, ভক্তরা এই ন'দিন মাংস, পেঁয়াজ, রসুন খান না। নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এতে কারও কোনও অধিকার লঙ্ঘিত হচ্ছে না। এই যুক্তিই খণ্ডন করেছেন মহুয়া।
0 মন্তব্যসমূহ