Khejuri Blast Case: খেজুরি বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার তৃণমৃল নেতা সহ ৩

Khejuri Blast Case: খেজুরি বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার তৃণমৃল নেতা সহ ৩

Khejuri-Blast-Case-three-including-TMC-Leader-Arrested-by-NIA



পূর্ব মেদিনীপুরের খেজুরির (Khejuri) বোমা বিস্ফোরণকাণ্ডে তৃণমৃলের (TMC) ৩ নেতা-কর্মীকে মঙ্গলবার গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ধৃতরা হল- সমরশঙ্কর মণ্ডল, শেখ আরিফ বিল্লা এবং শহিদুল আলি খান। সমরশঙ্কর খেজুরি জনকা অঞ্চলের তৃণমৃল কংগ্রেস (TMC) সভাপতি। বাকিরাও এলাকায় তৃণমূলের কর্মী বলে পরিচিত। এই গ্রেপ্তারি প্রসঙ্গে কাঁথি তৃণমৃল সাংগঠনিক জেলা সভাপতি তরুণ কুমার মাইতি বলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চক্রান্ত করেছেন। আইন আইনের পথে চলবে। বিজেপি কোনও প্রতিক্রিয়া দেয়নি।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি খেজুরির পশ্চিম ভাঙনবাড়িতে এক তৃণমৃলকর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। জখম হন বেশ কয়েকজন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় দু'জনের। পরে আরও একজন মারা যান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ