JEE Mains Exam Dates Rescheduled: আবার জেইই মেন পরীক্ষার সূচি বদল

 

JEE Mains Exam Dates Rescheduled: আবার জেইই মেন (JEE Main) পরীক্ষার সূচি বদল হল!

JEE Main Exam Date Reshidule


ন্যাশনাল টেস্টিং এজেন্সির ( NTA) বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে ২০ জুন থেকে। পড়ুয়াদের দাবি মেনেই এই সিদ্ধান্ত, জানিয়েছে NTA। নতুন সূচি অনুযায়ী প্রথম সেশনের পরীক্ষা হবে ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ এবং ২৯ জুন। দ্বিতীয় সেশনের পরীক্ষা আয়োজিত হবে ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, এবং ৩০ জুলাই। বাকি বিশদ জানানো হবে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ওয়েবসাইটে।

দেখুন বিজ্ঞপ্তি

JEE Mains Exam Rescheudeled


আগে এনটিএ জানিয়েছিল, পরীক্ষা হবে চলতি বছরের ২১, ২৪, ২৫, ২৯ এপ্রিল এবং ১ ও ৪ মে। এবং দ্বিতীয় সেশনের পরীক্ষা হওয়ার কথা ছিল ২৪, ২৫, ২৬, ২৭, ২৭ এবং ২৯ মে। তার বদলে পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হল।

প্রথম সেশনের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় সেশনের রেজিস্ট্রেশনের বিষয়ে শীঘ্রই জানানো হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ  জানিয়েছে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা JEE মেইন-এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ জানানো হবে।


JEE মেইন 2022: কীভাবে আবেদন করবেন


পরবর্তী বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে


JEE Main-এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ যাবেন।


হোম পেজে JEE মেইন 2022 রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন।


রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য লিখে সাবমিটে ক্লিক করবেন।


অ্যাকাউন্টে লগইন করে আবেদনপত্র পূরণ করবেন।


প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন মূল্য জমা করবেন।


সমস্তটা হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন।


প্রয়োজনের জন্য একটি হার্ড কপি ডাউনলোড করে রাখবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ