Indian Student Killed In Canada: কানাডায় খুন ভারতীয় পড়ুয়া
কানাডার টরেন্টোয় বন্দুকবাজের গুলিতে খুন হলেন ভারতীয় পড়ুয়া। ২১ বছরের কার্তিক বাসুদেব সেনেকা কলেজে পড়তেন। পাশাপাশি একটি পার্টটাইম কাজ করতেন। মাত্র জানুয়ারিতেই কলেজের ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হয়ে তিনি কানাডা গিয়েছেন। তারঁ ভাই জানিয়েছন, কাজে যাওয়ার জন্য তিনি সাবওয়ে ধরেছিলেন। পুলিস জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে গুলি চালায় বন্দুকবাজ। সেই গুলি চালনার মধ্যে পড়ে যান কার্তিক। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দেখতে পান এক অফিস ফেরতা চিকিৎসাকর্মী। তিনিই কার্তিককে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
গুলি চালনার তদন্ত করছে টরেন্টো পুলিস। এদিকে কার্তিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি কার্তিকের শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
টরেন্টো পুলিস প্রাথমিকভাবে জানিয়েছে, বন্দুকবাজ কৃষ্ণাঙ্গ। লম্বায় সে ৫ ফুট ৬-৭ ইঞ্চি লম্বা হবে। মাঝারি গড়ন তার। তাকে শেষবার বন্দুক নিয়ে গ্লেন রোড ধরে হাওয়ার্ড স্ট্রিটের দিকে যাচ্ছিল।
0 মন্তব্যসমূহ