Imran Lauds India: বিদায়বেলায় ভারতের প্রশংসা ইমরানের
শেষ বল পর্যন্ত খেলে যাবেন। কথা রাখলেন ইমরান খান। বস্তুত পাকিস্তানের ইতিহাসে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি, আস্থা ভোটের মুখোমুখি হতে চলেছেন। শনিবার পাকিস্তান সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থা ভোট হবে। সংখ্যার হিসেবে তাঁর পরাজয় শুধু সময়ের অপেক্ষা। এই অবস্থায় শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে সুপ্রিম কোর্টের রায় নিয়ে হতাশা ব্যক্ত করেন। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, বিরোধীদের অনাস্থা প্রস্তাব বাতিল 'অসাংবিধানিক'। আাদালত নির্দেশ দিয়েছিল, শানিবারের মধ্যে সংসদের অধিবেশন ডেকে আস্থাভোটের মুখোমুখও হতে হবে ইমরান সরকারকে। ইমরানের পরামর্শ মেনে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতি আরিফ আলভি। সেই সিদ্ধান্তকেও 'বেআইনি' বলে জানায় পাক সুপ্রিমকোর্ট।
আদালতে বেইজ্জতির মুখে পড়ে শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। তবে আদালতের সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। প্রধানমন্ত্রী থাকার সময় তীব্র ভারত বিরোধিতা চালিয়ে গিয়েছেন। খাদের কিনারায় দাঁড়িয়ে সেই ভারতর প্রশংসা করেন। বললেন, ভারতের অগণতান্ত্রিক ব্যবস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অকল্পনীয়। এদিন আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, রাশিয়ায় গিয়েছিলেন বলে আমেরিকার এত রাগ।তারাই সরকার ফেলার ষড়যন্ত্র শাল হয়েছে।
0 মন্তব্যসমূহ