Damayanti Sen Gets Four Rape Case Monitoring: পশ্চিমবঙ্গের চারটি ধর্যণ মামলার দায়িত্বে দময়ন্তী সেন

Damayanti Sen Gets Four Rape Case Monitoring: পশ্চিমবঙ্গের চারটি ধর্যণ মামলার দায়িত্বে দময়ন্তী সেন

Damayanti Sen Gets Four Rape Case investigation Responsibility


ব্যক্তিগত স্বার্থের থেকে পেশাদারি দায়িত্বকে বরাবর বেশি গুরুত্ব দিয়ে থাকেন আইপিএস আধিকারিক দময়ন্তী সেন (Damayanti Sen)। আর তার জন্য শাসক দলের বিরাগভাজন হয়েছেন বারবার। কিন্তু জনগণের আস্থা অর্জন করেছেন। এবার সেই আস্থার প্রতিফলন ঘটল আদালতে।পশ্চিমবঙ্গের চারটি ধর্যণ মামলার (Four Rape Case)  তদন্তের দায়িত্ব দময়ন্তীকে দিয়েছে আদালত। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দেগঙ্গা, মাটিয়া, ইংলিশবাজার, বাঁশদ্রোণীর ধর্যণ মামলাগুলির তদন্ত করবেন দময়ন্তী। তদন্তের ক্ষেত্রে নিরপেক্ষতা ও স্বচ্ছতার কারণেই দময়ন্তীকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে। চাইলে তিনি দায়িত্ব নাও নিতে পারেন। সেক্ষেত্রে তাঁকে আদালতে জানাতে হবে।

কেন দময়ন্তীর প্রতি আদালতের এমন অগাধ আস্থা? জানতে একটু পিছনে তাকাতে হবে। তখন সদ্য ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee)। ২০১২ সালে ঘটল পার্কস্ট্রিট গণধর্ষণ। অভিযোগ প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এটা সাজানো ঘটনা। দময়ন্তী তখন কলকাতা পুলিসের গোয়েন্দা প্রধান। তিনি রিপোর্টে লেখেন, সত্যিই ধর্যণ হয়েছিল। এবং এর তদন্ত হওয়া উচিত বলে জানান। এরপরই তাঁকে কলকাতা পুলিস থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁকে দার্জিলিং রেঞ্জের ডিআইজি করা হয়। 

তাঁর এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ