Corona Infection In India: করোনা সংক্রমণ বাড়ছে ভারতে| চতুর্থ ঢেউয়ের ইঙ্গিত?
ভারতে আবার করোনার সংক্রমণ (Corona Infection ) বাড়তে শুরু করেছে। দিল্লিতে ফের ফিরেছে মাস্কবিধি। যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে বিশেষজ্ঞদের ধারণা দেশে চতুর্থ ঢেউ (Fourth Wave) শুরু হওয়ার ইঙ্গিত। গত চব্বিশ ঘণ্টায় ভারতে নতুন করে ২ হাজারা ৩৮০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরফলে মোট সংক্রামিত হলেন ৪ কোটি ৩০ লক্ষ ৪৯ হাজার ৯৭৪ জন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। একদিনে মৃত্য হয়েছে ৫৬ জনের। এর ফলে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ৫ লক্ষ ২২ হাজার ৬২ জন। সক্রিয় আক্রান্তের (active cases) সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৯৯ জন। এখন মোট আক্রান্তের ০.০৩ শতাংশই সক্রিয় আক্রান্ত। তবে আশার কথওে আছে। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৭৬ শতাংশ।
0 মন্তব্যসমূহ