Amit Shah Bats For Hindi: হিন্দির সমর্থনে অমিত শাহ | বিতর্ক তুঙ্গে

Amit Shah Bats For Hindi: হিন্দির সমর্থনে অমিত শাহ, বিতর্ক তুঙ্গে

Amit Shah Bats For Hindi
অমিত শাহ


হিন্দি ভাষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে ঘি পড়ল। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়ে দিলেন, হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়। কখনও হবেও না। বৃহস্পতিবার সংসদীয় সরকারি ভাষা কমিটির ৩৭তম বৈঠকে পৌরোহিত্য করতে গিয়ে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদি সিদ্ধান্ত নিয়েছেন সরকারি কাজকর্ম হবে হিন্দি ভাষাতে। তাতে হিন্দির গুরুত্ব আরও বাড়বে। তিনি আরও বলেন, মন্ত্রিসভার কাজকর্মের ৭০ শতাংশই এখন হয় হিন্দিতে। তাই এখন সময় হয়েছে হিন্দিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার। এতে জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ অংশ হিন্দি ভাষা। তিনি আরও বলেন ইংরেজির বিকল্প হিসেবে  হিন্দিকে গ্রহণ করতে হবে, কোনও আঞ্চলিক ভাষাকে নয়। তবে এখনি সরকার এই নিয়ে কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে তিনি জানিয়েছেন। স্থানীয় ভাষা থেকে শব্দ গ্রহণ করে নমনীয় না হওয়া পর্যন্ত এর পক্ষে প্রচার করা হবে না। 

Amit Shah Bats For Hindi
সিদ্দারামাইয়া


অমিত শাহের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। তিনি বলেন অহিন্দিভাষীদের উপর সাংস্কৃতিক সন্ত্রাস চালাচ্ছে বিজেপি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ